Meta Marketing Agency(HostingHubs) Subscription Model এর বিস্তারিত

আপনি যদি ফেসবুকে প্রোডাক্ট মার্কেটিং বা এড ক্যাম্পেইন করে সেল করেন তাহলে মেটা মার্কেটিং এজেন্সি কি এবং কিভাবে কাজ করে এটা জানা জরুরী।

মেটা মার্কেটিং এজেন্সি কি?

মেটা মার্কেটিং এজেন্সি আপনার বা আপনার ব্যাবসা প্রতিষ্ঠানের এমন একটি মার্কেটিং পার্টনার যে/যারা আপনার বিজনেস পেজ এর মার্কেটিং সলিউশন দিয়ে থাকে। অর্থাৎ, মার্কেটিং টেকনোলজি এবং এর টুলসসমূহের ব্যাবহারকে আপনার বিজনেস এর জন্য উপযোগী করে আপনার প্রোডাক্ট এর মার্কেটিং করতে সহায়তা করে। এই সকল প্রতিষ্ঠান তাদের বিভিন্ন সার্ভিস এর মাধ্যমে আপনার অনলাইন বিজনেসকে গ্রো করতে সহায়তা করে।

মার্কেটিং এজেন্সি কি এবং কিভাবে কাজ করে অনেকেই বিষয়টা জানেন তাই, বাংলাদেশ এর প্রেক্ষাপটে আপনি কিভাবে একটি এজেন্সির সাথে কাজ করছেন বা করা উচিৎ অথবা ফেসবুক এর জেনুইন প্রসেসটা আসলে কি এখন সেই ব্যাপারে জেনে নেওয়া যাক।

বাংলাদেশ এর প্রেক্ষাপটে মার্কেটিং এজেন্সির কর্মপদ্ধতি

আমাদের দেশের প্রেক্ষাপটে মার্কেটিং এজেন্সিগুলো মূলত দুইটি প্রসেসের মাধ্যমের ক্লায়েন্ট এর সাথে কাজ করে থাকে। পদ্ধতি দুটি হচ্ছে-

  • পার্সোনাল আইডি থেকে পেজ এক্সেস(এডিটর বা টাস্ক এক্সেস) নিয়ে এড ক্যাম্পেইন পরিচালনা করা।
  • বিজনেস আইডি(বিজনেস ম্যানেজার) থেকে এক্সেস নিয়ে এড ক্যাম্পেইন পরিচালনা করা।

পার্সোনাল আইডি থেকে কোন এজেন্সিকে পেজের টাস্ক এক্সেস দিয়ে এড ক্যাম্পেইন পরিচালনা করতে দেওয়ার ব্যাপারটা সম্পর্কে আমরা কমবেশি অনেকেই পরিচিত। অর্থাৎ, আপনি আপনার বিজনেস পেজের এক্সেস কোন ব্যাক্তি/প্রতিষ্ঠানকে দিচ্ছেন টাস্ক এক্সেস হিসেবে এবং সেই ব্যাক্তি বা প্রতিষ্ঠান আপনার হয়ে আপনার বিজনেস পেজের জন্য এড ক্যাম্পেইন করে দিচ্ছে এমনকি আপনার হয়ে মেটা(ফেসবুক) এর বিল(ডলার) পরিশোধ করছেন।

এখন জেনে নেওয়া যাক এই টাস্ক এক্সেস এর কিছু সুবিধা এবং অসুবিধা সম্পর্কে-

সুবিধাসমুহ-

  • আপনার পাসপোর্ট এর প্রয়োজন নেই
  • ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন নেই
  • পে-এজ-ইউ-গো মডেল

অসুবিধাসমুহ-

  • এড ক্যাম্পেইন লিমিটেশন
  • টেম্পোরারি এড সাস্পেনশন

আরো সহজভাবে বলতে গেলে এই পদ্ধতিতে আপনার কোন পাসপোর্ট বা ডুয়াল কারেন্সি কার্ডের কোন প্রয়োজন নেই এবং আপনি যত ডলার এর ক্যাম্পেইন করবেন শুধুমাত্র সেই পেমেন্টের বিপরিতে আপনি সার্ভিস নিতে পারছেন এবং অসুবিধার কথা বলতে গেলে উল্লেখ করতে হয় বিভিন্ন প্রকার এড ক্যাম্পেইন এর সকলপ্রকার সুযোগ আপনি ব্যাবহার করতে পারবেন না এবং একইসাথে বিভিন্ন প্রকার টেকনিক্যাল ইস্যু এর কারনে সাময়িক সময়ের জন্য আপনার এড ক্যাম্পেইন স্থগিত থাকতে পারে।

এখন আলোচনা করবো একটি মার্কেটিং এজেন্সির প্রোপার বা জেনুইন সার্ভিস মডেল সম্পর্কে। আর সেটি হচ্ছে সাবস্ক্রিপশন বেজড সার্ভিস মডেল।

সাবস্ক্রিপশন বেজড সার্ভিস মডেল কি?

সাবস্ক্রিপশন বেজড সার্ভিস মডেল হচ্ছে আপনি যে সার্ভিস/ট্যাকনোলজিক্যাল সাপোর্ট নিচ্ছেন সেটার বিপরীতে সার্ভিস চার্জ প্রদান করা। আমাদের দেশে এই মডেলটি বহুল ব্যবহৃত বা প্রচলিত না অথবা এই মডেল এর বিপরীতে প্রাপ্ত সেবা/সার্ভিসের প্রাইসিং এর কারনে। প্রাইসিং এর ব্যাপারে আলোচনা করার আগে জেনে নেই এই মডেল কিভাবে কাজ করে।

সাবস্ক্রিপশন বেজড সার্ভিস মডেল কিভাবে কাজ করে?

সুবিধাসমুহ-

  • এডটেক বা এড টেকনোলজি সার্ভিস প্রদান।
  • ডেডিকেটেড KAM (Key Account Manager)
  • সকল প্রকার এড ক্যাম্পেইন পরিচালনার সুযোগ।
  • ট্যাকনিক্যাল ইরোর এর সাপোর্ট প্রদান।
  • আপনার নিজের একাউন্টে এড ক্যাম্পেইন পরিচালনা।
  • আপনার নিজের একাউন্ট এর বেনিফিট উপভোগ করার সুবিধা।
  • আপনার মেটা(ফেসবুক) এর বিল আপনার কার্ড দিয়ে আপনি পেমেন্ট করবেন।
  • এড একাউন্ট সহ বিজনেস একাউন্ট এবং পার্সোনাল একাউন্ট অডিট এবং সেটআপ।
  • সিকিউর, সেইফ এবং এজেন্সির সাথে কাজ করার প্রোপার প্রসেস।

অসুবিধাসমুহ-

  • এক কথায় কোনপ্রকার অসুবিধা নেই।

সহজভাবে বলতে গেলে টাস্ক এক্সেস পদ্ধতিতে আপনি যত ডলার এড ক্যাম্পেইন করছেন শুধুমাত্র সেই ডলার এর পেমেন্ট এর বিপরীতে এড ক্যাম্পেইন পরিচালনা করতে পারছেন যেখানে সাবস্ক্রিপশন বেজড সার্ভিস মডেলে আপনার এড ক্যাম্পেইন আপনার নিজের একাউন্টেই পরিচালনা হবার কারনে বিভিন্নপ্রকার অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে আপনার বিজনেস পেজ সম্পূর্ণ সেইফ এবং সিকিউর থাকবে। কারন, এই সাবস্ক্রিপশন বেজড সার্ভিস মডেলে আপনার ফেসবুক বিজনেস পেজ এর সকল প্রকার কার্যক্রম আপনার বিজনেস একাউন্টের আন্ডারেই পরিচালিত হবে।

এখন আপনার প্রশ্ন আসতে পারে যদি সার্ভিস বেজড সাবস্ক্রিপশন মডেলে আমি(ক্লায়েন্ট) নিজেই মেটা(ফেসবুক) এর বিল পরিশোধ করেন তাহলে এজেন্সি থেকে আলাদাভাবে সার্ভিস কেনো নিবো?

এর উত্তর-

  • মেটা(ফেসবুক) সার্টিফাইড প্রফেশনাল এর সহযোগিতায় এড ক্যাম্পেইন পরিচালনা।
  • মেটা(ফেসবুক) ভেরিফাইড এজেন্সি দ্বারা একাউন্ট অডিট সহ বিজনেস একাউন্ট সেটআপ।
  • মেটা(ফেসবুক) ভেরিফাইড এজেন্সির মাধ্যমে সকল প্রকার টেকনিক্যাল সাপোর্ট।

সহজভাবে বলতে মূলত এটাই হচ্ছে এজেন্সির মাধ্যমে সার্ভিস নেওয়ার প্রপার সিস্টেম। আমাদের দেশের প্রেক্ষাপটে ক্লায়েন্টের পাসপোর্ট না থাকা, ডুয়াল কারেন্সি কার্ড না থাকা এবং ব্যাংকিং সিস্টেমের সাথে ইউজটু না থাকা সহ আরো বিভিন্ন কারনে এই সার্ভিস বেজড সাবস্ক্রিপশন মডেল বহুল ব্যবহৃত বা প্রচলিত না।

আপনি সাধারন ভাবেই দেখুন আপনার মেটা(ফেসবুক) এর এড পেমেন্ট এজেন্সি কেনো করে দিবে? আর এই প্রসেস ফেসবুক সম্পূর্ণরূপে সমর্থনও করে না। একটা এজেন্সি তার সার্ভিস/টেকনোলজি প্রদানের বিপরীতে সার্ভিস চার্জ করবে যেখানে ক্লায়েন্টকে তার নিজের বিজনেস পেজের জন্য পেমেন্ট নিজের পেমেন্ট মেথড বা কার্ড দিয়েই করা করবে।

আশাকরি, সার্ভিস বেজড সাবস্ক্রিপশন মডেল সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারনা হয়েছে।

সার্ভিস বেজড সাবস্ক্রিপশন মডেল এর চার্জ-

আমাদের সার্ভিস বেজড সাবস্ক্রিপশন মডেল এর চার্জ কিছুটা ব্যাতিক্রম এবং অন্যান্য এজেন্সি থেকে আরো অনেক বেশি সুবিধা সম্বলিত। প্রথমেই দেখে নিন আমাদের সার্ভিস বেজড সাবস্ক্রিপশন মডেল এর প্রাইসিং-

আমাদের সার্ভিস বেজড সাবস্ক্রিপশন মডেল মূলত একটি মাসিক প্যাকেজ। অর্থাৎ, আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট সার্ভিস চার্জের বিপরীতে আমাদের এই সেবা গ্রহন করতে পারবেন।

  • সেটআপ/সাবস্ক্রিপশন ফি- 3,500Tk (প্রথম মাসের জন্য প্রতিবার)
  • রিনিউ/মাসিক ফি- 1,500Tk (দ্বিতীয় মাস হতে)

সার্ভিস বেজড সাবস্ক্রিপশন মডেল এর ক্ষেত্রে উপরে উল্লেখিত এজেন্সি সাপোর্ট আপনি যতদিন আমাদের এই সাবস্ক্রিপশন কন্টিনিউ করবেন ততদিন প্রতিমাসের প্রথমদিন এডভান্স পেমেন্ট প্রদান সাপেক্ষে সার্ভিস গ্রহন করতে পারবেন। সাবস্ক্রিপশন মডেল এর প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত দেখুন- সাবস্ক্রিপশন মডেলের প্যাকেজসমূহ

আপনি এই সার্ভিস বেজড সাবস্ক্রিপশন মডেল যেকোন সময় বাতিল করতে পারেন এবং পুনরায় এই সাবস্ক্রিপশন নিতে চাইলে সাবস্ক্রিপশন ফি প্রদান সাপেক্ষে পুনরায় আমাদের এই সেবা উপভোগ করতে পারবেন। আরো সহজভাবে বলতে গেলে আপনি বেসিক প্যাকেজের জন্য সেটআপ ফি 3,500TK এর সাথে প্রথম মাসের জন্য মাসিক ফি 1,500TK সহ মোট 5,000TK প্রদানের মাধ্যমে আমাদের সাথে কাজ শুরু করবেন এবং প্রথম মাসের জন্য আর কোন ফি প্রদান করতে হবেনা এবং পরবর্তী প্রতি মাসে বেসিক প্যাকেজের জন্য আপনি 1,500TK প্রদান করে এই সেবা নিতে পারবেন।

আপনি যেকোন সময় সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন তবে পুনরায় শুরু করতে ঠিক প্রথমবারের মতই শুধুমাত্র বেসিক প্যাকেজের জন্য সাবস্ক্রিপশন ফি 3,500TK প্রদান করে সাবস্ক্রিপশন গ্রহন করতে হবে এবং বেসিক প্যাকেজের জন্য দ্বিতীয় মাস হতে 1,500TK করে ফি প্রদান করে যাবেন যতদিন চুক্তি বাতিল না করছেন। অর্থাৎ, যেকোন মাসে চুক্তি বাতিল করলে আপনাকে আবারো নতুন করে পুনরায় আপনার প্যাকেজ অনুযায়ী সাবস্ক্রিপশন ফি দিয়ে কাজ শুরু করতে হবে।

উল্লেখ্য সকল প্রকার চার্জ 100% এডভান্স পেমেন্ট এবং কোন অবস্থাতেই রিফান্ড অযোগ্য।
উল্ল্যেখিত সকল চার্জের সাথে 5% ট্যাক্স এবং পেমেন্ট প্রসেসিং ফি প্রযোজ্য হবে।

সকল প্রকার ফি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- Fees & Charge

আরো বিস্তারিত জানতে অথবা আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের সাপোর্টে যোগাযোগ করুন

Quality

We ensure our level best to maintain the Quality of our Services.

Skills

We have certified experts to fulfil your demand on time.

Passion

We love the work that we do and are very passionate.

Our mission

Turn Ideas into Reality

We aim to grow your business’s success in the digital space.

Latest from Blog

Read the latest updated information from our Blog

Marketing Tactics

Remember, Facebook marketing is about building relationships and providing value to your audience. Use these tactics to create engaging…

Newsletter Updates

Enter your email address below to subscribe to our tasty newsletter.